রাখী আজ বেজায় দামী
প্রতি সুখের ঘরে।
যে মেয়েটির নামটি রাখী
পড়ে রয় অনাদরে।
কে জানিতো কপালে তার
রক্ত আগুন মাখা।
পিতামাতা মারা গেলো
হয়নি পড়া লেখা।
সকাল থেকে বাসন নিয়ে
হাড় খাটুনি মাজন।
বাড়ী বাড়ী মাজতে থাকে
উচ্ছিষ্ট সব বাসন।
বড় মানুষ খুশ মেজাজে
রাখী বাঁধে হাতে।
এই মেয়েটি দাঁড়িয়ে দেখে
অশ্রু ঝরায় তাতে।
হায়রে আমার মাতা পিতা
নাইরে আমার ভাই।
রাখী বাঁধবো এমন একটি
আমার ভাইতো নাই।
আপন মনে ঠাঁয় দাঁড়িয়ে
কোথায় হারালো হায়।
দামি জামা লাল ফিতে
দেখলো আপদ গায়।
মস্ত বড় গাড়ি সেএক
থামলো কাছে ঘেসে।
অতি ধীরে নামলো দেখি
সুবোধ ছেলে এসে।
হাত বাড়িয়ে বলছে দিদি
কোথায় আমার রাখী।
গেলো বারের মতো তুমি
এবারও দেবে ফাকি।
এইযে আছে মিষ্টি সন্দেশ
তোমার দামী শাড়ী।
তোমার জন্য নিয়ে এলাম
এই সুন্দর গাড়ি।
রাখী বাঁধে দুহে মিলে
মিষ্টি মুখের সাথে।
পেছন থেকে কিসের আঘাত
লাগলো রাখীর মাথে।
গিন্নী মশাই চরম রেগে
বলছে কটু কথন।
তাড়া তাড়ি এঁটো বাসন
মাজতে গেলো তখন ।
চক্ষু জলে বলছে রাখী
স্বপ্নে এলি ভাই।
ঘামের জলে এঁটো বাসনে
মিষ্টির স্বাদ পাই।
********