স্বাধীন হোক বা পরাধীন
রাজতন্ত্রই হোক বা গনতন্ত্র,
রাজনীতির রং কালো,
যতো ক্ষণ ভাই, ভাই এর
নোনতা রক্তের স্বাদ আস্বাদন
না করবে ততোক্ষণ এই বর্বর
রাজনীতির প্রকৃত রূপ সফল
হবে না। এক মাটিতে জন্ম,
বেড়ে ওঠা, একই সাথে খেলা,
লেখাপড়া হাট বাজার,
প্রতিদিন একে অপরের
মুখদেখা, প্রয়োজনে কাছে
যাওয়া, কাছে পাওয়া
সব ধূলিস্যাৎ হয়ে যায়
এক নিমেষেই এই রাজনীতির
কল্যাণে।অথচ দেখা যায়
যারা সর্বহারা তাদের ছাতির
রক্তই কালো হয়ে পড়ে রয়
রাস্তার ধূলো মেখে।সুযোগ
ভোগীরা দূর থেকে মদত
দিয়ে চলছে অবিরত। সব
শেষে ক্যামেরার সামনে
দাঁড়িয়ে শান্তি সম্প্রতির
লম্বাচওড়া ভাষণ ছেড়ে
সমাজ সেবায় ব্রতী জাহির
করে।তার থেকে ও বড়
আমলারা উপর তলায়
হাত মিলিয়ে সুরার গ্লাস
হাতে নিয়ে বসে চিয়ার্স
করছে, আর সদ্য মুক্তি
প্রাপ্ত ফাইটিং সিনেমার
মজা লুটছে আর চোখ
টিপে টিপে হাসছে।
হায়রে পোড়া দেশ...
হায়রে বোকা মানুষ...
হায়রে রাজনীতি...
২৮-১০-২০১৭ ইং ;
১০ ই কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।