সব কিছুতেই তোমরা লাগাও
রাজনীতির ঐ গন্ধ।
বিচার বিবেচনা না করেই
বলতে থাকো মন্দ।

নিজের বাড়ীর চারপাশে
আবর্জনার ঢাঁই,
শুয়ে বসে দিন কাটাও
সাফ সাফাই নাই।

এন্ এস্ এস্ ছাত্র ছাত্রী
করছে বাজার সাফাই।
তোমরা বল ভোট এসেছে
সাফাই হচ্ছে তাই।

ভালো কাজ করতে গেলেই
হিংসে জ্বলে মর।
বিনা কাজে বসে বসে
তাসের পাত্তি ধর।

বিচিত্র এই পোড়া দেশ
বিচিত্র সব মানুষ।
নেই তাদের সচেতনতা
নেই তাদের হুস।



২৪-১২-২০১৭ ইং ;
৮ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।