নিস্তরঙ্গ রাত হাল্কা ছুঁতে হাটি ছাঁদের পানে
এক আকাশ তারার জ্যোছনা চুইয়ে পড়ছে।
বাতাসে ভাসছে বন্য ফুলের সুবাস।
রজনীর মুগ্ধতায় দু-চোখে ঘুম লেপ্টে ,
দলহারা পাখীর মতো বিছানার দুমড়ে পড়ি।

ক্লান্ত চরণ অসাড় দেহে একটুকু বিশ্রাম খুঁজি।
বিদ্যুতের পর বিদ্যুৎ হঠাৎ দিগন্ত ছিড়ে ছুটছে ।
লক্ষ তারার ক্রুদ্ধ ফোয়ারা ঝড়ছে আকাশ থেকে।
শহস্র বাজের ক্রদ্ধ ঝঙ্কারে ঝলসানো বধু
অশ্রু চোখে হেসে এলো আমারি দলে।

তারিখঃ ২৩/০৪/২০২৪ ইং
স্থানঃ পদ্মপুর।