মা আসছে
নৌকো চড়ে,
আনন্দ সবার
উপচে পড়ে।
সাফ-সাফাই
ঘরে ঘরে,
চলছে সবার
কদিন ধরে।
কেনা-কাটা
চলতে আছে,
বাছা পড়ে
যায় পাছে।
বস্ত্র দান
চলছে কতো,
যে যা পারে
নিজের মতো।
কারো ঘরে
নিরামিষ,
কেউ বা আবার
খাবে আমিষ।
হোম ডেলিভারি
কেউ বা করে,
গিন্নী বিমুখ
রান্নাঘরে।
কেউ বা খাবে
রেস্তোরাঁতে,
পূজোর কদিন
আমোদেতে।
অফিস-আদালত
সব বন্ধ,
প্রাণ ভরিয়ে
নাও আনন্দ।
------
২৬-০৯-২০১৭ ইং ;
৯ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।