যাবেই যদি এতো তাড়াতাড়ি চলে,
কেন তবে এসে বাঁধিলে মায়ার ছলে।
আমি কি চিনিতাম তোমায় এর আগে।
পরিচিতি ঘটলো এক বিবাহ যুগে।
কি ই বা ক্ষতি ছিলো, না যদি হতো দেখা।
কান্নায় ভাসিয়ে দিয়ে চলে গেলে একা।
ছেলে মেয়ে,আত্মীয় রইলো তারা পড়ে।
মা হারা সোমত্ত মেয়ে আজ একা ঘরে।
ভালো ছিলাম না চিনে তোমাদের কাছে।
তোমার আমার স্মৃতি ঘুরে পিছে পিছে।
চক্ষু মোদিতে নারি তোমার মুখ হেরি।
হয়ে গেলে স্বর্গবাসী পাছে হয় দেরি।
স্বর্গের সিঁড়ি খানি উঠিও সাবধানে।
আশিস রাখিও, না রহিও অভিমানে।
৩-১-২০১৮ ইং ;
১৮ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর
ভারত।