যতোই থাকুক কন্টক পূর্ণ
কনক নেবই তুলে।
হোকনা পথে ভগ্ন শিশা
যাবই তাহা দলে।
আমার লক্ষ্য ভেদিবো ঠিকই
যতোই আসুক বাঁধা।
হোকনা জটিল ভবচক্র
ভাঙ্গব গোলক ধাঁধাঁ।
০৩-১২-২০১৭ ইং ;
১৬ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত