তোমাকে দেওয়া যাবে বলেই দিয়েছি
প্রতিশ্রুতি।
হাজারো তারা সাক্ষী ছিলো।
ছিলো সবুজ বন- বনানী,
কাঁটা ঝোপঝাড় আর তৃণলতা।

ভেসে গেল সে বারতা দূর দিগন্তে।
মরুপ্রান্তরে,বালুকা ভূমির রন্ধ্রে রন্ধ্রে।
দক্ষিণা বাতাস মর্মরি সুর তুলে ছিলো।
তুমি দাঁড়িয়ে কি জানি আপন খেয়ালে
মুখোমুখি বসে বুনে ছিলে স্বপ্ন জাল।
অনেক আদরে শাসনে মমতায়।
আজো তাই শত ঝড়ের ঝাপটায় অক্ষত।  

কালবৈশাখী এখনো বাকি।
ঈশান কোণে মেঘ জমেছে।
ক্ষণে ক্ষণে বজ্র চমক ঝলসে উঠে।
শান্ত হয়ে বসে নয় মাঝি,
তৈরী থেকো,শক্ত হাতে বৈঠা ধরো।

           ***********