আলো জ্বালো,বাজি ফাটাও,
সবার ঘরে, মিষ্টি পাঠাও।
উঠছে রবি, পূব আকাশে,
নতুন গন্ধ, আজ বাতাসে।
দীঘির জলে,খেলছে ঢেউ,
দীঘল বাঁকে,চলছে কেউ।
পাহাড় ঢালে,এক তরুণী,
এলোকেশে,নেই চিরুনি।
খ্যাংরামুখো, এক যুবক,
তাকায় যেনো,গরম টকবক।
খারাং মাথায়,ছুটছে ভীষণ,
পরিবেশে,লাগলো দূষণ।
বাঁশকরুল আর,শাকের আঁটি,
গিরিপথেই চললো ছুটি।
দূরাকাশে, দেখছে মামা,
গায়ে দিয়ে, লাল জামা।
আশিস তারে,দেয় ছড়িয়ে,
দাঁড়ায় খানিক,মোড় ঘুরিয়ে।
পাহাড়ি এই,শীতল ছায়া,
ঘুম ভাঙ্গানি, মধুর মায়া।
প্রকৃতির এই,মুক্ত ডানা,
উপভোগে, নেই কো মানা।


রচনাকাল :-
১৪-০৩-২০১৮ ইং
২৯ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
বারিগ্রাম জংশন, কাছাড়।
ভারত।