যাচ্ছ তবে যাও,
ফিরে নাহি চাও
নাহি কোনো প্রয়োজন।
আমার  যাহা নয়,
নাই হারানোর  ভয়,
বাঁধতে নাই আয়োজন।
যা আমার নিজের
না হোক কাজের
সে আমারই শুধু।
হয় যদি মন্দ
না হয় গন্ধ
তাঁহাতে খু্ঁজি মধু।
তোমার কানা ধনে
কখনো জাগেনি মনে
ধন প্রেম বিন্দু।
আমার যাহা আছে
সে আমার কাছে
মহা মহা সিন্ধু।
  
     ******