কৃষ্ণ কৃষ্ণ কান মলি
একি ওরা করছে।
ইস্কন এর রথের চাকা
ঘড়ঘড় ঘুরছে।
হাতি ঘোড়া রথের পাশে
সাথে যতো রথী।
ডিজে বাজে ডুক ডুক
গায় কৃষ্ণ গীতি।
কানায় কানায় পথে পথে
পূর্ণ জন ঢল।
ফিরা রথে ছুটছে সকল
সাথে আপন দল।
ছেলে মেয়ে ছুটছে পিছে
গাদাগাদি করে।
গানের তালে প্রাণের দোলে
ডিজে নাচ ধরে।
হায় হায় করে প্রবীণ
কপাল ঠোকে হাতে।
আর কতো দেখবো ভবে
মডার্ন এর দৌলতে।



২২-০৭-২০১৮ ইং ;
৫ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।