প্রেসার প্রেসার শুধু
চারিদিকে প্রেসার।
প্রেসারের প্রসারে এখন
জীবন অসার।

ঘরে বাইরে অফিসে
সর্বত্রই প্রেসার।
কাজের প্রেসারে বাড়ে
রক্তের প্রেসার।

ঘনঘন মাথা ঘুরে
প্রেসারের কারণ।
ডাক্তার কতো খাদ্য
করিলো বারণ।


রোজ একটা টেবলেট
করিলে সেবন।
ডাক্তার কহে প্রেসার
হবে নিবারণ।

প্রতিদিন ঔষধ সেবন
তাওতো প্রেসার।
প্রেসার করিতে দূর
বাড়িল প্রেসার।



রচনাকাল :-
০৭-০৪-২০১৮ ইং
২৩ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।