প্রেমের আলোকে
মনের পুলকে
ফুটলো প্রেম ফুল।
সাজায়ে ডালি
দেয় বনমালী
কনক চাঁপার দোল।
নয়নে নয়ন,
দৃষ্টি আহরণ,
হলো গো নয়নোৎসব।
বেহায়া মন
করিলো হরণ,
জাতকুল মান সব।
------
১৮-০৮-২০১৮ ইং ;
১ ভাদ্র ; ১৪২৫ বাং ;
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত।