বলছি আমি শুন
        পৌষের রানী
           চামর খানি
             দোলায় যে ভীষণ।

কাঁদে অবুঝ মন
    পর্বত রাজা
        পায় সাজা
            বরফের আস্তরণ।

আকাশের ঐ ইন্দু
               অনাহূতে
                    নিভৃতে
                  ঝরায় অশ্রু বিন্দু।

পুনঃ বলি শুন
          মামা জেগে
                মুছায় আগে
                       অশ্রু নিস্বরন।



২৬-১২-২০১৭ ইং ;
১০ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।