স্তব্ধ হয়ে গেছে ভাষা।
  নিথর দেহ দৈন্য ।
  পিসাচেরা মনে করে
  নারী ভোগের পণ্য।
  নর মাংস নারীখাদক
  নারীর গর্ভে জন্ম।
  নারীর স্তনে জীবনধারণ
  বুঝলি না তোর ধর্ম।
  কোনসে মাতার গর্ভজাত
  কোনসে পিতার ঔরস।  
  কোনসে বোনে বাঁধল রাখী
  জীবন বাড়ার পরশ।
  কলঙ্করে কলঙ্ক তোর
  রক্তে আছে বিষ।
  মানুষ হয়ে মানুষ খাইলি
  শকুন মারে শিষ।
  নরকে কি ঠাঁই হবেরে
  ভাবলি না রে শালা।
  পশুর থেকেও পশু হলি
  বন জঙ্গলে পালা।
     ****