পৌষ সংক্রান্তি, পৌষ মেলা
আনন্দে-উৎসবে কাটে বেলা।
চালের গুড়ো, সুজি ময়দা;
পিঠা পুলির হরেক কায়দা।
সিদ্ধ পিঠা,মালপো পিঠা।
নারকেল, চিনি, গুড়, আটা।
খোলা পিঠা,পাটিসাপটা,
কেউবা বানায় চ্যাপটা চ্যাপটা।
চিড়ে, আলু, চানারডালে
পিঠা ভাজো গরম তেলে।
চোঙ্গা পিঠার জবাব নাই ;
সাথে যদি ক্ষীর পাই।
পিঠা, পায়েস আরো কতো
শেষ হবেনা বলি যতো।
--------------
২০১৭-পৌষসংক্রান্তি,
নিজ বাসভবন,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।