আমি কিন্তু বোকা ছিলাম
তুমিতো চালাক অতি।
সদয় ছিলে নাকি ভুলে
তুমি কভু মোর প্রতি।

অতিচালাকের গলায় দড়ি
কথায় সে তো বলে।
সেই কথাকে সাক্ষী রেখে
বহু দূরে চলে গেলে।

কোনসে সুখ কোনসে শান্তি
তুমি পেলে বল মোরে।
তোমায় ঘিরে স্বপ্ন রচেছি
ভাঙ্গলো তা ঘুম ঘোরে।

বেঁচে আছি কর্মের মাঝে
আসবে যখন মোর ডাক,
যেতেই হবে জীবনের ওপারে
যতোই কাজ পড়ে থাক।

ডেকোনা মোরে নামটি ধরে
ফিরিবো না তোমার সনে,
একলা কোনেই পড়ে রবো
ব্যথা ভরা রাত্রি দিনে।


     ******