একস্থানে মানুষ বড় অসহায়।
যখন প্রাণের বা মনের কেউ ব্যাধিতে
ডাক্তারখানার শরণাপন্ন হয়।
ডাক্তার তখন তার কাছে
ভগবান স্বরূপ।
আর হসপিটাল মন্দির।
বেড সিংহাসন।
নার্স পূজারি।
ঔষধপত্র সেলাইন,ইনজেকশন,
পূজার সামগ্রী।
আর ভিজিট প্রণামী।
কোন বাকি কারবার নেই।
দরকষাকষি নেই।
যতোই হোক পুরোহিতের দক্ষিণা।


রচনাকাল :-
১৫-০৩-২০১৮ ইং
৩০ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ভ্যালী নার্সিংহোম, শিলচড়।
ভারত।