সাত বছর বয়স
যখন প্রথম পরীক্ষায় বসলাম।
এরপর ক্রমাগত চললো
পরীক্ষার পালা বদল,
স্টেজ বদল ;
পরিবেশ ও বিষয় বদল।
পরীক্ষা ছিলো তখন
লিখিত, মৌখিক, খেলা ও কর্ম শিক্ষা।
স্কুল কলেজের গন্ডি
পার করে আরো জটিল
পরীক্ষায় অবতীর্ণ হলাম।
পরিবারে,সমাজে, বন্ধুমহলে,
কর্মক্ষেত্রে আরো নানা স্থানে।
তার নমুনা ও ব্যাপক।
আদর্শতা,সততা,মানবিকতা,
নৈতিকতা, সহনশীলতা ইত্যাদি।
জীবনের প্রথম দিকে ফিরে
তাকিয়ে দেখি সব ঝাপসা ।
আজ পরীক্ষা নিচ্ছি,
দ্বাদশ শ্রেণীর,
তত্ত্বাবধানে থেকেও
বোধ হচ্ছে পরীক্ষা দিচ্ছি,
ছাত্রছাত্রীদের কাছে
স্নেহের পরীক্ষা।
২৮-১১-২০১৭ ইং ;
১১ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।