চলার পথে
কখন যে কি ভাবে পরিচয় হয়
কার সাথে কার।
আর এই পরিচয়ই ঘুরিয়ে দেয়
জীবনের মোড়।
কখনো  মসৃণ করে দেয়
জীবনের চলার পথ।
আবার কখনো ধাবিত করে
সম্পূর্ণ আশঙ্কার দিকে।
একটি পরিচয়ে বয়ে চলতে হয়
অভিশাপ এর বোঝা।
আর একটি পরিচয় জীবনকে
এনে দেয় উপহার।
কোনো পরিচয়ে গলায় দেয়
ফাঁসির দড়ি,
আবার কোনো পরিচয়ে দেয়
মণিমুক্তা হার।
কোনো পরিচয়ে পদযুগল শিকলের
আঘাতে কাঁদে,
আবার কোনো পরিচয়ে পায়ে নূপুর
রিনিঝিনি বাজে।
একটি পরিচয়ে জীবনকে  সইতে হয়
নরক যন্ত্রণা,
আবার একটি পরিচয়ে জীবনে নিয়ে
আসে স্বর্গ, সুখ, কামনা।





২০ -১১-২০১৭ ইং ;
৩ রা অগ্রহায়ণ   ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।