আকাশের বুকে সূর্যের লুকোচুরি খেলা
ভরা দিন দুপুরে এলো কোথা হতে
বিনা আমন্ত্রণে
আচানক বাদলা।
সূর্য হারিয়ে গেলো ঝড়ের তান্তবে
বিজলী বাতির তার রাস্তায় পড়ে
আশাহত মোরা
ঘোর অন্ধকার।
চারিদিকে শুধু আঁধারের বিভীষিকা
আমি কেরোসিনের শিখা জ্বালিয়েছি,
আমার জীর্ণ
কুড়ে ঘরে।
বাতাস প্রদীপের প্রাণটাকেও নিতে চায় কেড়ে,
ঝরের গতি হ্রাসে আঁধার হালকা হলে দেখলাম,
পশ্চিম আকাশে
আলোকের আভাস।
১৪-১২-২০১৭ ইং ;
২৭ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।
বি:দ্র: = ৩১ ডিসেম্বর ২০১৭ ছিলো ত্রিপুরার ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরীর শেষ দিন।আজ মহামান্য সুপ্রিম কোর্ট এদের চাকুরীর সময়সীমা আরো ৬ মাস বাড়িয়ে দিলে আমরা আরো কিছু দিন আলোর আভাস দেখতে পাবো।