আনন্দ বিলাসে        মুখরিত ছিল
          মোর ভগ্ন কুড়ে ঘর।
রবির কিরণ             চাঁদের হাসি
          দিবা নিশি ছিলো সহচর।
তোমার পরশ          জাগিল হরষ
          গুঞ্জন রচিল মৌ ফুলে।
সুজন বন্ধুরা           আসিলো হেথায়
         চাঁদের হাটে   দলে দলে।
গভীর রজনী          জাগিলো জননী
        তবো সাথে বাক্ আলাপনে।
রাঁধিলেম আহার     নানা উপাচারে    
        তোমার পছন্দ সব গোপনে।
রইলো তোমার         সাধের  গিটার
        লুটিয়ে পড়ে কাঁদছে একা।
ক্যামেরা লুকালো     চেহারা তাহার
        পায়না খুঁজে তোমার দেখা।
আঁধারে গ্রাসিলো     অঙ্গন বাড়ী
        কাল অবধি ছিলে পূর্ণ।
নয়নের বারি         গোপনে মুছিয়ে
        হেরিলো নয়ন  বিছানা শূন্য।


               -------

০৬-০৮-২০১৮ ইং ;
১৯ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
মনু,ধলাই  ত্রিপুরা
ভারত।