রাতটুকু এলোমেলো স্বপ্নের ঘোরে কেটে গিয়ে আবারো প্রভাত হলো।
ত্রয়োবিংশ শতাব্দীর আরেকটি বিক্ষিপ্ত সিঁড়ি দৌঁড়াতে গিয়ে দুপাশের অনাবিল তৃণ তরুর
রৌদ্র ছায়ার ভীড় দূরে সরে ক্রমশ হারাচ্ছে।
একরাশ বৃষ্টি ভেজা ভেড়ার পাল ছুটছে লক্ষ্য পথে। আমি দেখছি এক সংকীর্ণ অনিশ্চিত ভবিষ্যৎ।
হামাগুড়ি খেয়ে যে শিশুটি দাঁড়াতে চাইছে ,
কতদিন হাঁটবে ভবিষ্যতের লাল কালো পথে।

শিশির ভেজা ঘাসের বদলে পায়ের তলায় আঘাত হানে ছোট বড় কংক্রিটের ধার।
পাথর বিছানো পথে ছুটতে ছুটতে কখন হৃদয় পাথর হয়ে গেছে ।
সে পাথুরে হৃদয়ে যে দিকেই তাকাই শুধু দেখি,
কংক্রিটের পাথুরে মেলা ।
পাথরে পাথরে ঘর্ষণে তার স্ফুলিঙ্গ উড়ছে,
বাতাসে গন্ধ ভাসছে, মনে হয় ধস নেমেছে।
  
                       ****