নন্দন মায়া আবেশিত,
সুবোধ বালক, অজ্ঞানে ডুবে
রসের অমৃত গহ্বরে।
নাম তার পাপ।


শুরু তার চলা,
পায়ে পায়ে,হাত ধরে
দীর্ঘ যাত্রার পথ।


খুঁজে নেয় অমৃত ভান্ডার।

পাপ তার পিঠ ধরে টানে
আয় আয় শিঘ্র ,
বাঁধা পড়ে আছিস যে...