পান্তা ভাতে ঝাল খেয়েছি
একি মুখের জ্বলন।
বউ সুন্দরী চেটাং চেটাং
এই কি তোমার বলন।

শাশুড়ি বউ হলো গো
বউ হলো শাশুড়ি।
মায়ে চেয়ে মাসি ভালো
মা হলো আজ বুড়ি।

নেত্রী বউ পাকাপাকি
ঘরে নেই রে মন,
যেথায়  ঘটে কোনো ঘটা
সেথায় বৃন্দাবন।

      ****