দীপাবলিতে
আত্মহারা।
আলোর বন্যায়
ভাসিবে যারা।
বলছি তাই
শুন ভাই।
বাজি কি
ফাটানোই চাই ?
মস্ত ঘাতী
রকেট বাজী,
আকাশ বাজী
সে ও পাজী।
বারুদ ফুলকির
তান্ডবে।
হাজার পাখির
জান নেবে।
পাখী বাঁচার
পথ নাই।
হাজার পাখি
হবে ছাই।
১৬-১০-২০১৭ ইং ;
২৯ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।