গ্রীষ্ম শেষ,কিন্তু তার রেশ অসহ্য।
তপ্ত বারি, তপ্ত হাওয়া,তপ্ত মহী।
কঠোর কর্ম শালা,বিস্তর চাপ।
মাথা সবচেয়ে বেশী তপ্ত।
তাপে ধাতু প্রসারিত হয়।
কিন্তু বুদ্ধি ও ধৈর্য্যের সংকোচন ঘটলো।

আলাদীন এর প্রদীপের মতো
মাথার উপর পাখা শত গরম
উপেক্ষা করেও একটানা
ভনভন করে ঘুরছে। আমি
কিন্তু পাখার আর্তনাদ শুনতে পাচ্ছি।
সে আজ প্রভুকে তুষ্টি দিতে অপারগ।
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি,
প্রচন্ড গরমের দাপটে আত্মঅসন্তুষ্টিতে
পাখার মাথা ও আজ ঘুরছে।



১৮-০৭-২০১৮ ইং ;
১ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।