ওরা কি ভাবে নিজেদের,
সম্রাজ্ঞী নাকি অন্যকিছু।
ওরা সংখ্যায় কয়জন ,
হাতে গোনা যায়।
আত্ম অহং বোধে জর্জরিত।
দীর্ঘদিনের সাধনায় ওরা
স্থায়ী আসন অলংকারিক।
আসরে প্রায়ই একসাথে উঠাবসা।
বেশ কয়েক বছর...
ওরা শুধু নিজেদের মধ্যেই সীমিত;
তার বাইরে নয়।
আগ বাড়ীয়ে দেখেছি দু-একবার,
ফল কাঁচকলা।
শেষের আলোচনায় মনে হলো
সযত্নে সূক্ষ্ম শূল ছুড়ছে
লক্ষ্যে কারা...
বুঝতে বাকি রইলো না।
নিজেকে সমৃদ্ধ করবো ভেবেছিলাম,
উপরন্তু মূল্যবান সময়টাই গেলো।
------+-----