রাতটি গভীর, উৎকন্ঠারও বটে;
জানি কাটবেই,
অজানা ছিলো ভোরের আলোয় কি বার্তা দেবে।

ক্লান্ত ঘুম ঘুম চোখে
কতো রাত বিনিদ্র কেটেছে
কতো বছর ধরে নিস্বার্থ অপত্য স্নেহে।

সাত সন্তানের হে মুগ্ধ জননী
নিজেই অঘোর ঘুমের ঘোরে মত্ত
সময় ঘনিয়েছে শেষ পাড়ির ....

হয়তো সকলের পরিপূর্ণ ঘুম ভাঙার
কিংবা রাত্রি শেষে সূর্য দয়ের অপেক্ষা,

অজান্তেই পরিক্ষা দিচ্ছে অপত্যরা

সময় বেশি নিলো না
মাত্র দুটো রাত জাগতে ...


সব শেষে উত্তর পত্র নিয়ে
ভাগ্যবতী মা চির বিদায় নিলেন...

জানি সবাই উত্তীর্ণ স্নেহমহীর খাতায় ,
তবু জানা হলো কি শতাংশের হিসেব।  

               ********