কাননেতে ফুল ফোটে
মধুপানে অলি ছোটে।
প্রজাপতি নেচে যায়,
ভ্রমরেরা গান গায়।
সুশীতল বায়ু বয়,
কানেকানে কথা কয়।
পাহাড়ের কাঁধে ঝুঁকি
সূর্যমামা দেয় উঁকি।




১৯-১২-২০১৭ ইং ;
৩ রা পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।