ভেবেছিলাম আজ রাতে বৃষ্টি ঝরবে
পাতায় পাতায়,মুশলধারায়  
ভিজবে মাটি, সিক্ত ভুমি
অনুর্বরা জমি।

চষবে ভীষণ,
বর্ষবে তারার অঙ্কুরিত বীজ।
ফলবে ফসল, সোনার দানায়
ভরবে গোলা কানায় জানায়।

চোখের আকাশ জ্বলছে প্রখর
গুনছে প্রহর অহরহ,
নিশি যেন অনেক দূরে
দুন্দুভি ঐ বাজছে সুরে।

উবে গেলো ঝকমকি তার
আচমকাই আঁধারে নেয়ে
রাঙ্গা মেঘের গড়গড়ানি
ছেয়ে গেলো নয়ন মণি।

হালের জমিন রইলো পড়ে
বৃষ্টি পালায় দূরে বাটে
নিদ্রাদেবীর সোনার কাঠি
শিয়র জুড়ে বাঁধা আঠি।

ভাবনা  কাতর ঘুমের দোষে
নব কাব্য মরুদেশে।
অনাবৃত সাদা পাতা
রচলো না আজ কেনো গাঁথা।


           ******