চরকিতো নয় চরকির মতো,
ঘুরপাক খাই অবিরতো।
রসই ঘরের রস রসনা
চুলোয় পুড়ে মন বাসনা।
মুদির ভান্ডার ভাড়ার ঘরে
অবহেলায় কেঁদে মরে।
হিমসিম খাই সময় বলে
ভুল হলে কানটি মলে।
ছুটতে গিয়ে হুচুট পড়ে
জীবন কাঁদে প্রলয় ঝড়ে।
কূল রাখতে শ্যাম নাজেহাল
সব কিছুই আজ বেসামাল।
মাথা খারাপ মাথার কি দোষ
চেয়ারে বসে নাগিনীর ফোস।
সাত সকালে মনে আঘাত
দিনভর দেয় শুধুই ব্যাঘাত।
তবুও রোজ বেঁচে আছি
গলায় বাঁধা হাতির কাছি।
মান অভিমান উড়িয়ে ধুলি
নড়িচড়ি আর কথা বলি।
*****