পান্তা নয়,টাটকা ভাত,
জলে নয়,গরমে হাত।
ইলিশ নয়,কাতলমাছ।
ভাজলো বৌদি দিয়ে আঁচ।
নববর্ষের মজার ভোজ,
আস্ত পাঠার পড়লো খোঁজ।
বড়বৌদির পাঠায় মানা,
এলার্জিটা সবার জানা।
তাদের জন্য মুর্গীর এলো,
রাঙ্গা বৌ রাঁধতে গেলো।
বাবা মা মাংস খায়না।
মুড়ো ঘন্টর আছে বায়না।
মরুলার ঝাল চড়চড়ি।
চিংড়িমাছের মালাই কারি।
খাসার চালের রাঁধলো ভাত।
খাবার জন্য পাড়লো পাত।
দই মিষ্টি শেষ পাতে।
বড়র আশিস নিয়ে সাথে।
খাবার তৈরি চলো যাই।
সবাই মিলে ভোজ খাই।
রচনাকাল :-
১৫-০৪-২০১৮ ইং
১ বৈশাখ , ১৪২৫ বাংলা,
দশদা ,উত্তর ত্রিপুরা।
ভারত।