হেইয়্যারে হেইয়্যা হু
হেইয়্যারে হেইয়্যা।
সাগর জলে
নাও ভাসাইয়া
কোথায় রইলি বইয়া।
ঢেউয়ের টানে
নাওখানি তোর
চলছে হেইল্যা দুইল্যা।
মাঝি বিহীন
নাওয়ে মোরে
কেনে দিলি তুইল্যা।
আমার মরণ
দেখবি বসে
দূর থেকে চাইয়া।
থাকবি সুখে
উষ্ণ বুকে
ওরে নিঠুর নাইয়া।
হেইয়্যারে হেইয়্যা হু
হেইয়্যারে হেইয়্যা।
০৪-০৬-২০১৮ ইং ;
২০ ই জ্যৈষ্ঠ ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।