গড়েরমাঠ, তাতে কি আছে জানি না,
জীবনটা বুঝি গড়েরমাঠের মতো
শুধু খাঁ খাঁ খোলামেলা শুনশান।
এক চিলতে রৌদ্রস্নাত হচ্ছে বাগিচার
সাধের সূর্যমুখীর হলদে দলগুচ্ছ।
ফাগুন হাওয়ায় গান ধরেছে দূরে কোন বাউল।
একলা পথিক চলছে পথে মাথায় মস্ত বোঝা,
ক্ষণে ক্ষণে হাঁক দিয়ে পা বাড়ায় ফেরিওয়ালা।
লোহার কড়াইয়ে ইলিশ ভাজার চড়চড়
শব্দে রান্না ঘরের পরিবেশ মনোরম, বনেদি।
আমার মনে সেই মহান একুশে ফেব্রুয়ারির
রক্তে মাখা কালো পিচের রাস্তায় রফিক,
বরকতদের নিথর দেহ, মায়েদের হাহাকার....
শত সমারোহ, শত ব্যস্ততায়ও রৌদ্র-উজ্জ্বল
দুপুর তরঙ্গ হারিয়ে চলছে এলোমেলো,
কোথাকার কি সব মিলেমিশে একাকার,
জানালার পাশে নাজানি কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে ।