দেশের দূর্গা হারালো প্রাণ,
আর জি করের অন্ধকারে,
নিরাপদ কৈ,কোন ঠিকানায়
প্রতিবাদ তার দ্বারে দ্বারে।।
রাতের আঁধার যতই ঘনাক,
মেয়ের পথ হোক নিস্তরঙ্গ,
অন্ধকারেও নেই সে একা,
নিশ্চিত হোক,পথ নিরাপদ।
প্রাণে বাজুক নেই তো ভয়,
স্বপ্ন নিয়ে এগিয়ে চলুক
সংসারে তার সমান অধিকার,
সুরক্ষা পাবে,নিশ্চিত হোক।
সংকোচ নয়, সাহস তার ঢাল,
শক্তি হয়ে দাঁড়াক আকণ্ঠ,
সব বাঁধা পেরিয়ে যাবে
সমান হতে চাইবে না শুধু।
কাজটা হোক নিরাপদ তার,
নির্ভীক হোক প্রতি পদক্ষেপ,
নারীর গর্ব, নারীর সম্মান,
সবাই মিলে আগলে রাখুক ।
***★***