রাত্রি নিঝুম,
চোখ ঘুমঘুম।

আলুথালু চুল
বাতাসে দোদুল।

অলস নয়ন
করিছে চয়ন।

দেওয়াল ঘড়ি
উঠিলো নড়ি।

টিকটিকির জোড়া
পড়িলো ধরা।

ডিমটি ফেটে
বাচ্চা ছোটে।

অবাক আঁখি
রহিলো দেখি।

    ------