আমি কতো কথা বলি
একা একা
নিজের মনে।
আমি কতো ছবি আঁকি
প্রজাপতির মতো
আপন মনে।
আমি কতো গান গাহি
মনের আবেগে
নিজের মতো করে।
আমি কতো মালা গেঁথে
পরাই তারে
যে আছে অন্তরে।
১৯-১১-২০১৭ ইং ;
২ রা অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।