আমার ছোট্ট নীড়,
আমার ক্ষুদ্র বাড়ী,
যতই হোক না সংকীর্ণ ;
নাই বা থাকুক বিস্তৃত অঞ্চল,
তবু ও আমার শান্তির আলয়।
সেথায় কথা বলি প্রাণ খুলে,
গলা ছেড়ে গান গাহি ।
কখনো অট্টহাস্যে মাতাই বাড়ী।
আবার,কখনো অশ্রুর জলে ভাসাই মাটি।
আমি সব করি,
আমার মতো করে।
আমি কাটাতে পারি সময়....
আমার মতো করে।
যদি সারা রাত জাগি,
নয়তো সারাদিন ঘুমিয়ে কাটাই,
আমি আমার মতো করে।
যখন খুশি বেরুই,
কিংবা ঘরে ফিরি।
বিনা কৈফিয়তে...
যেখানে নেওয়া যায় স্বস্তির নিশ্বাস।
যেখানে বসা যায় হাত পা ছড়িয়ে।
সেই আমার ছোট্ট নীড়
আমার ক্ষুদ্র বাড়ী।
২৬ -১১-২০১৭ ইং ;
০৯ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।