এ চঞ্চলনয়ন হেরিলো কি ধন
জানিনা, জানিনা সখী ;
ফিরাবো কেমনে এ তনু মন।
আহারে বিহারে শয়নে স্বপনে
খুঁজে শুধু কার কোমল পরশ।
রাগে অনুরাগে,অরুণ আলোকে
রজনীগন্ধার সুবাস হরসে
দুবাহু উত্থিত ক্ষণে ক্ষণে
কর্ণকুহরে, শুনিতে কাহার
রাঙ্গান পদধ্বনি।
অন্তরেতে বাজে সেই সুর
বাতাস বাজায় বীণ
বড় সুমধুর,আপন তনু
লাগিলো ঝুকিতে এ কি
লগন আসিলো হায়!
এ নয়ন শুধু খুঁজে চলে যায়।।
........