আমরা নারী জাত
দীর্ঘ বঞ্চনার পর
পেয়েছি নিজ অধিকার
মাড়িয়ে ঘাত প্রতিঘাত।
আমরা নারীদের জাত,
যারা করে ছিলে
সমাজে কোণ ঠাসা
তোমরা যাও নিপাত।
আমরা নারীদের জাত,
যাদের লড়াইয়ে মোরা
পেয়েছি মানুষের সম্মান
তোমাদের করি ইজ্জত।
আমরা নারী শক্তি
সমাজের বঞ্চনা,ঘৃণা
হেলা,অবজ্ঞা,অনাচার
যারা দিলে মুক্তি।
আমরা নারী শক্তি,
নারী জাতির সম্মান
দিতে জানো যারা,
জানাই তোমাদের ভক্তি।
আমরা নারী বল
পুরুষের মতো মোরা
সব কাজ করি
আমরা নই দুর্বল।
রচনাকাল :-
৪-০২-২০১৮ ইং
২১ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।