আন্তর্জাতিক নারী দিবস
সকল নারী ধন্য।
নারী আজ বেঁচে গেলো
প্রতিবাদের জন্য।
আজও মোরা আঁতকে উঠি
তিনতালাক এর রীতি।
এক নিমেষে হারিয়ে যেতো
স্বামীর সোহাগ প্রীতি।
বাপের বাড়ী শ্বশুর বাড়ী
কেহ নাহি যাচে।
সমাজ সংসার হারা নারী
মরে মরে বাঁচে।
কুচরিত্রা কূলটা নাম
ধারণ করে বুকে।
চিতাতেও শুয়ে নারী
অপবাদে ধুঁকে।
আজকের নারী মহান নারী
এই ধরণীর মাঝে।
বদলে গেছে বিশ্ব আজ
নারীদেরই কাজে।
রচনাকাল :-
০৮-০৩-২০১৮ ইং
২৩ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।