এই পাখি তোর
নামটি কিরে?
বলনা রে তুই
আমায় ওরে।
কাল যে ছিলাম
বসে হেথায়।
দেখি নি তো
ছিলি কোথায়।
ভোর বেলা ঐ
গাছের শাখে
বসে তো সব
ঝাকে ঝাকে।
পাই নি কভূ
তোর দেখা।
নামটি কি তুর
তুইকি একা।
আমি কি তুর
বন্ধু হবো।
যদি বা আমায়.
আপন ভাবো।
না না ভাই
ভয় পেওনা।
এই যে পাখী
উড়ে যেওনা।
আমি তো নই
মন্দ মোটে।
সুর ছড়াবো
তোমার ঠোঁটে।
দানাপানি সব
ছড়িয়ে রাখি।
যাসনে রে তুই
উড়ে পাখী।