পুরাতন যা কিছু, চেনা পথের বাঁকে,  
বন্ধু পেলে চলে যায় ক্লান্তি।
পুরাতন বইয়ের পাতা, হলদে ধূসর
নতুন গল্প কথায় সেই তো ঊষর ।  

পুরাতন গান, সুরে বেজে ওঠে মন,  
কত কত স্মৃতি কথা প্রাণে বাজে রণ।  
পুরাতন বছর গুলো গর্বে ভরা স্মৃতি,  
৮৫ হাত ধরেও চির নবীন


বি .দ্র. - ত্রিপুরার বিশিষ্ট কবি শ্রদ্ধেয় পীযূষ রাউত মহাশয় এর ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার লেখনি ।