হাল ছেড়ো না নাবিক
শক্ত হাতে ধরো হাল।  

ভরা ভাদরের ভরা গাঙের
হাবুডুবু উত্তাল ঢেউ,
যখন আষ্টেপৃষ্টে বেঁধে
আছড়ে ফেলছে
উপর থেকে নীচে-
এপাশ থেকে ওপাশে।

হাল ছেড়ো না নাবিক
শক্ত হাতে ধরো হাল ।

দূর থেকে তারা শুধু চেয়েই দেখে,
কেউ আসেনা নিজ জীবনের মায়ায়।

বুকে রেখো বল,
মনে রেখো জোর
বাহুতে রেখো অসীম ক্ষমতা
শান্তমনে রেখো লক্ষ্য স্থির.....

জিৎ তোমারই অপেক্ষায়
তুমি নাবিক
তোমার হাতে ধরা হাল
উত্তাল সমুদ্র
ঝড় থামবেই
ঝড়ের ও ক্লান্তি আছে।

ঝড়ের ঝাপটায় জীবন
নতুন করে শেখাবে
আমৃত্যু শিখে যা-ও
ঝড়ে ঝড়ে শক্ত হও।

হাল ছেড়ো না নাবিক
শক্ত হাতে ধরো হাল ।


       ******