নীরব নিস্তব্ধ মধ্যাহ্ন,
যুদ্ধ শেষ,
শুধু মাঝেমাঝে সৈনিকের
ঘরে ফেরার পদধ্বনী, কিংবা
অস্পষ্ট তার ছায়া,
রেখে যায় পদচিহ্ন।
অবসহ্ন দেহ তার,
নিস্তেজ মন।
হিসেব ছিলো কি?
আসা যাওয়ার মাঝপথে
ছিলো কতো বজ্রের খেলা।
ঝলকে ছিলো আলোক,
অস্ত্রের ঝংকার,
আদেশ,নির্দেশ,
জানাঅজানা শঙ্কা শঙ্কট;
প্রাণের আস্ফালন।
আর,এখন নীরব।
শ্রান্ত, শান্ত।
আমার দৃষ্টি বাঁধে ঐ
পথিক চলার পথে।
একে একে ফিরে তারা ঘরে,
ছাড়িয়া সে ময়দান।

       ****