হিংসা নয়,যুদ্ধ নয়,
গাহি মৈত্রীর গান।
টেনেছিল কাঁটাতার যারা
সীমানায় টানটান।
বিভেদ করেছে তারা
ভারত বাংলার মাঝে।
পারেনি বাঁধিয়া রাখিতে
কাঁটাতারের খাঁজে।
ত্রিপুরার মঞ্চে বাংলা
সব বাঁধা খুলে।
ভেদাভেদ ভুলে নিলো
উত্তরীয় গলে।
ভারতভূমির প্রতি স্তরে
রয়েছে বাংলার স্থান।
ভারতীয় সংস্কৃতিতে
গাহি মৈত্রীর গান।
বাংলার ও মোদের মাঝে
কোনো ভেদাভেদ নাই।
ভারত-বাংলা চিরকালই
ছিলো ভাই ভাই।


২২-১২-২০১৭ ইং ;
৬  পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।