মনের গহনে কি এক
অনাবিল আনন্দ।
মন আজ উড়ো উড়ো।
ইচ্ছে করছে তোমায় সাথে,
ফুরফুরে বাতাসে দ-ুচাকার
বাহকটি নিয়ে, দ্রুত ছুটে চলি
রাস্তা চিরে সামনে এগিয়ে,
যতক্ষণ না ক্লান্তি আসে।
পথে যদি বরুণ দেবতার
দেখা পাই, বাঁধা নাই তাতে।
তোমার সাথে বৃষ্টিতে ভিজি
নাই কখনো,আজ হয়ে যাবে।
না হয় সর্দি কাশি হবে,হোক না।
অন্তত তাতে দু-চার খানা
কবিতা তো রচনা হবে...
আজ কাল কবিতার বীজের
সংকট চলছে, গুদাম প্রায় নিঃস্ব।
বৃষ্টিজলে ভিজে মন মাটি
হবে উর্বরা, চারা গাছ হবে পুষ্ট।
জানতে চাইলে না তো তুমি,
কেনো মনে অদম্য খুশি।
থাক্,তাহলে আগ বাড়িয়ে
তোমায় বলে আর কাজ নেই।
যাও,বাদ দাও,তাহলে বলবোনা.....