আজ তব জন্মজয়ন্তী
হে মহাবীর।
সর্ব তীর্থংকর মাঝে
তুমিই তো বীর।

গাহি তব গাঁথা আজ
তব জন্মদিনে।
জৈনধর্ম হীন হতো
তোমার হাত বিনে।

তুমি আছো ধরামাঝে
তাই তো মোরা জানি।
কোটিকল্প তরু সবে
তোমায় প্রভু মানি।

          -----

রচনাকাল :-
২৯-০৩-২০১৮ ইং
১৪ চৈত্র,  ১৪২৪ বাংলা।
কাঞ্চনপুর ;উত্তর ত্রিপুরা।
ভারত।