অনন্যা, আজ তুমি চলে গেছো
দূরে বহু দূরে আমার কাছ থেকে।
বুকের পাঁজর ভেঙে  নিয়ে গেলে।
তবে কেন বলেছিলে যে হাত ধরেছিলে
আমার, ছাড়বে না কোনোদিন, কোন আঘাতে। একি ছিলো তোমরা মিথ্যে প্রতিশ্রুতি।

আঁধো আলো আধো ছায়ায়,
তোমার চোখে দেখেছি আমার জীবন  মরণ।
জানি না, আমি জানি না।
কেন চলে গেলে,কেন ভুলে গেলে।
তুমি অনন্যা, মোর প্রিয়তমা।
কেন ভালোবেশেছিলে, কেনো দিয়েছিলে কথা ছাড়বে না কোনোদিন এ হাত,  একি তোমার.....,.


কতো রাত্রি তুমি আমি জেগেছি,
সেল ফোনে কথা বলতে বলতে,
হঠাৎ শুনি ভোরের আলোতে
ঘুম শেষে পাখিদের কলতান।
অনন্যা সে কি মনে পড়ে তোমার।


কতোদিন ক্লাস কামাই করে দুজনেই
কতো পার্ক আর রেস্তোরাঁয় ঘন্টার পর ঘন্টা তোমার কোলে মাথা রেখে স্বপ্ন দেখেছি জীবনের। কতো গান, গল্প আর সেলফি, সে কি ছিলো তোমার ছলনা।
না সে কি ছিল
তোমার মিথ্যে প্রতিশ্রুতি।


বিঃদ্রঃ এটা একটা গান হবে বলে ছেলের বন্ধুর   অনুরোধে লেখা।   সে  সুর দেবে ও গাইবে , Soul ব্যন্ড